শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শাকের বিন ফয়েজ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভিরচরে একটি বসতঘরে আগুন লেগে ওসমা মণি নামের এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত শিশু উসমা মনি (৭) হালকাকারা এলাকার মৌলভীরচরের বাসিন্দা, প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীরচরের মো. বাহাদুর মিস্ত্রির বসতঘরে দক্ষিণ কোনায় অবস্থিত চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার ১০ মিনিটের মধ্যে লেলিহান শিখা বসতঘরের সবপ্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার হয় যায় ।
পুড়ে মারা যাওয়া ওসমা মনির মা শাহিনা আকতার বলেন, তার দুই ছেলে, এক মেয়ে। ১০ বছরের বড় ছেলে ও ২২ মাসের ছোট ছেলে তার সঙ্গে ঘুমিয়েছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি দুই সন্তান নিয়ে বেরিয়ে পড়েন। সাত বছরের একমাত্র মেয়ে ওসমা মনি তার চাচির সঙ্গে ঘুমিয়েছিল ।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে এক শিশু পুড়ে মারা যায়। রোববার কক্সবাজার সদর হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।