শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় রাজপথে উপজেলা আওয়ামী লীগ

আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় রাজপথে উপজেলা আওয়ামী লীগ

আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় রাজপথে উপজেলা আওয়ামী লীগ

এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, বান্দরবান : রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’কে বিএনপি’র জনসভায় প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদ এবং হুমকিদাতার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আলীকদম উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২মে) বিকাল চার ঘটিকায় আলীকদম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা। মিছিলটি আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সোহেল’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জামাল উদ্দিন এমএ, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দুংডি মং মার্মা, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধারাবাহিক ভাবে হত্যার চেষ্টা বার বার ব্যর্থ হলেও থেমে থাকেনি কুখ্যাত বাংলাভাইকে সৃষ্টিকারী বিএনপি’র সন্ত্রাসীরা, তারা দেশ এবং দেশের জনগনের জন্য শেখ হাসিনার আত্মত্যাগে ইর্ষান্বিত হয়ে বার বার হত্যা চেষ্টা করে যাচ্ছে। তারা দেশের উন্নয়নে নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের কাতারে অধিষ্ঠিত হওয়া তারা মেনে নিতে পারছে না। বক্তব্যে বিভিন্ন বক্তারা প্রধানমন্ত্রী হত্যার হুমকি দাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |