শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

চকরিয়ায় শিক্ষাবিদ শাহজাহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চকরিয়ায় শিক্ষাবিদ শাহজাহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চকরিয়ায় শিক্ষাবিদ শাহজাহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার নুরুল কবিরের নামাজে জানাজা বিদ্যাপীঠ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় রাষ্ট্রীয় মর্যাদায় যথাযথ সম্মান প্রদর্শনকালে (গার্ড অব অনার) উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত উজ জামান। এসময় চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

এর আগে জানাজায় সমবেত মুসল্লিদের উদ্দেশে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন কক্সবাজার-১ ( চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সাবেক এমপি ও জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ, মরহুমের জামাতা ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আখের।জানাজায় নামাজে ইমামতি করেন, পীরে কামেল আলহাজ্ব মৌলানা কবির আহমদ আজমী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |