শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

সিরাজদিখানে ডিবি পরিচয় দিয়ে প্রতারণা আটক ২

সিরাজদিখানে ডিবি পরিচয় দিয়ে প্রতারণা আটক ২

হত্যা

আনিছুর রহমান রুবেল: মুন্সিগঞ্জ  মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে পারভেজ নামে এক যুবক ও নোভা আক্তার নামে এক যুবতীকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।  গত  বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বটতলা সংলগ্ন নয়নের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ভুয়া দুই ডিবি অফিসারকে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।  আটকৃত পারভেজ (২২) মুন্সিগঞ্জ সদর উপজেলার পারুলপাড়া দেওভোগ গ্রামের মোঃ আবেদ মোল্লার ছেলে অপরজন নোভা আক্তার(২২) একই উপজেলার রনছ হাওলাদারপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিন বেপারী মেয়ে।
একটি সূত্রে জানাযায়, ইছাপুরা ইউনিয়নের এডভোকেট সোহাগের বাড়ির বাড়াটিয়া ফারুক মিয়ার সাথে একই এলাকার খাদিজা বেগমের  বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল।  ৮/১০ দিন পূর্বে খাদিজা বেগম বিরোধের বিষয়ে ফারুক মিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য মুন্সীগঞ্জ যায়। সে মুন্সীগঞ্জ আদালতের গেইটের সামনে থাকা অবস্থায়  পারভেজ ও নোভা আক্তার তার কাছে এসে আদালতে আসার কারণ জিজ্ঞাসা করলে সে ফারুকের সাথে তার বিরোধের বিষয়ে জানান,পরে পারভেজ নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তার থেকে ফারুক মিয়ার বিরুদ্ধে একটি দরখাস্ত  করার কথা বলে ১হাজার টাকা নেয়।
পরে তারা তদন্ত করবে বলে  আরো ২ হাজার টাকা নেয়। এছাড়া তদন্তে এসে ফারুক এর কাছ থেকেও অভিযোগ নিয়ে তার থেকে প্রথমে ৫শত ও পরে ২৫শত টাকা নেয়। গত ১৮ অক্টোবর পুনরায় খাদিজার বাসায় এসে ঝামেলা সমাধান করবে বলে আরো ৫০০ টাকা নেই সেই ভুয়া ডিবি পুলিশ।  বিষয়টি স্থানীয় লোকেরা বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।   এই বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয় এবং ২ জনকে আটক করে। আটকৃত দুইজনের বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
                                                                                                                    প্রতিদিনের  কাগজ 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |