বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

ভালুকায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভালুকায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভালুকায়

আব্দুল্লাহ আনছারী আকরাম  ভালুকা(ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।  সভায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশাল বিশাল শোভাযাত্রা নিয়ে আনন্দ শোভা যাত্রায় মিলিত হয়।

হাজার হাজার নেতাকর্মী শোভা যাত্রায় যোগ দেওয়ায় নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ৫১ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম জন্মদিন পালন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |