সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
কয়েকটি গ্রামে গোলাপি, মাদ্রাজি, বোম্বাই, বেদানা ও চায়না-৩ জাতের লিচুর চাষ হয়। এখন সেসব গ্রামে গাছে থোকা থোকা লিচু ঝুলে আছে। কোনো গাছে কেবল পাক ধরেছে। আবার কোনোটির রং এখন সবুজ। কোনো কোনো গাছের লিচুর গায়ে রোদে পোড়া দাগ। আবার কিছু লিচুর চামড়া ফেটে গেছে। লিচুচাষিরা বলছেন, যখন গুটি থেকে আঁটিতে পরিণত হচ্ছিল, তখন লিচু ফেটে গিয়ে ভেতরের শাঁস বেরিয়ে আসে। একপর্যায়ে চামড়া শুকিয়ে নিচে পড়ে। অনেক গাছের ৪০ শতাংশ লিচু এভাবে নষ্ট হয়ে গেছে।লিচু চাষিদের ধারণা, তীব্র গরমে এমনটি হয়ে থাকতে পারে। চিলারং ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জয়নন্দ রায় এর লিচুর একটি বাগান রয়েছে। সেই বাগানে গোলাপি সহ ১০৮ টি গাছ আছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে দেখা গেল, তিনি গাছের লিচু পরিচর্যায় ব্যস্ত। জয়নন্দ রায় বললেন, গত বছর শিলাবৃষ্টিতে গাছের লিচু ঝরে গিয়েছিল। এ বছর গাছ মুকুলে ভরে যায়। কিন্তু বৃষ্টি না থাকায় মুকুল থেকে গুটি হতেই কিছু ঝরে গেছে। মাসখানেক আগে একবার বৃষ্টি হওয়ায় গাছে থাকা লিচু দ্রুত বাড়তে থাকে। কিন্তু পরে প্রচণ্ড গরমে লিচুতে দাগ দেখা দেয়। আর এতেই গাছের অর্ধেকের বেশি লিচু ফেটে গেছে। আবার সেসব লিচু এখন মাটিতে ঝরে পড়ছে।