শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারে গোলদিঘীর পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারে গোলদিঘীর পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মনসুর আলম মুন্না ,কক্সবাজার:  কক্সবাজারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার গোলদিঘীর পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।  সে কক্সবাজার পাহাড়তলির হাজী আজিমুল্লাহ মাঝির ছেলে আমির হাসান (১২)।  সে কক্সবাজার পাহাড়তলি রহমনিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা যায়।  শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় শিশুদের সাথে কক্সবাজার গোলদিঘীর পুকুরে গোসল করতে আসলে গোসলে নেমে এই এঘটনা ঘটে। আমিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমির হাসানের ভাই আমির আহমেদ বলেন, পাহতলিতে নিজ বাড়ির পাশ্ববর্তী খেলা করা অবস্থায় কিছুক্ষণ পর খুজে না পেলেও  তেমন কোন চিন্তা করিনি। কিন্তু ঠিক আধাঘন্টা পরে আমার ভাই পুকুরে ডুবে মৃত্যুর খবর শোনে আমরা সবাই অনুতপ্ত হয়েছি। এদিকে খবর শোনে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল গোলদিঘীর৷ পুকুরে আমির হাসানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত  লাশটি সদর   হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |