শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়া হবে; সুপ্রদীপ চাকমা

পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়া হবে; সুপ্রদীপ চাকমা

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) : পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন, অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। ৮ অক্টোবর (মঙ্গলবার) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও দীঘিনালার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়াও এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় আইনের শাসন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি দীঘিনালার লারমা স্কয়ারের সহিংসতার ঘটনায় আগুনে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা, ভাঙচুরে শিকার হওয়াদের ২০ হাজার টাকা করে এবং নিহত এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি খাদ্যশস্য সহায়তা দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |