শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

ময়মনসিংহে ৮ দিনব্যাপী বিভাগীয় বই মেলা উদ্বোধন

ময়মনসিংহে ৮ দিনব্যাপী বিভাগীয় বই মেলা উদ্বোধন

রেজাউল করিম রেজা, ময়মনসিংহ: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে নগরীর টাউনহল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আট দিনব্যাপী অনুষ্ঠেয় বইমেলার উদ্বোধন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই বই মেলার আয়োজন করেছ। আগামী ২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা চলবে এই মেলা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো.মোখতার আহমেদ বলেন, জ্ঞানের মাধ্যম হচ্ছে বই। অনলাইন সংস্করণ নয় বরং চোখ দিয়ে যখন বই পড়া হয়, তখন তা হৃদয়ের সাথে, মননশীলতার সাথে একিভূত হয়। কাজেই মুদ্রিত বই পড়ার অভ্যাস করতে হবে। বই মানুষের আত্মাকে পৃথিবীব্যাপী ব্যাপ্ত করতে পারে। বইয়ের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ হতে পারে না। প্রাণের মেলা, মিলন মেলা, বই মেলা সফল করতে তিনি পাঠকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

বইমেলার উদ্বোধনী দিনে মেলাচত্বরে পুস্তকপ্রেমীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। মেলায় ৮টি সরকারি, ৫৭ টি বেসরকারি ও ৬টি সেবাধর্মী স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ উপস্থিত ছিলেন।

এছাড়াও বই মেলা চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |