সৌরাভ হোসেন, ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়ায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ করেছে।দুপুর ১২ টায় ছাগলনাইয়া উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে পৌর শহরে জিরো পয়েন্টে আল্লাহ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করে।এরপর ছাগলনাইয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ইসকন কে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানায় এবং চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে।আমরা প্রশাসনের কাছে এ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস কে আটক করে পুলিশ।এরপর ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকনের আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় সারাদেশে ছাত্রসমাজ সহ জনসাধারণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।