বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎস থেকে পৃথকীকরণের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎস থেকে পৃথকীকরণের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎস থেকে পৃথকীকরণের বিষয়ে শিক্ষার্থীদের শেখানোর জন্য স্কুল শিক্ষকদের করণীয় শীর্ষক অরিয়েন্টেশন এবং শিখন ফল সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে গত ২৮ নভেম্বর নগরীর এশিয়ান এস.আর হোটেলের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ক্যাম্পেইন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আমিনা খাতুন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপসা’র সহকারী পরিচালক ও ইপসা-প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ফোকাল পার্সন আবদুস সবুর, প্রোগ্রাম ম্যানেজার অপূর্ব দেব, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন কোঅর্ডিনেটর আবু তাহের, বিডিসি জনাব মোঃ জসিম উদ্দিন, সেতার রুদ্র সহ অন্যান্য  কর্মকর্তাবৃন্দ।

উক্ত আয়োজনে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, গুল-এ-জার বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, আল জাবের ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে আলোচকরা  বলেন, পরিবেশ সুরক্ষায় স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। তাই তাদের সচেতনকরণের পাশাপাশি দৈনন্দিন তাদের অব্যবহার্য পঁচনশীল ও অপঁচনশীল বর্জ্য পৃথকভাবে ফেলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বাসাবাড়ির ফেলে দেওয়া ময়লা আবর্জনা বা উৎস থেকে পৃথকীকরণ প্রক্রিয়ায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সাধন,প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনায় 3R তথা রিডিউজ,রিইউজ,রিসাইকেল পদ্ধতি অনুসরণ সহজতর হবে। বক্তারা আরো বলেন, উৎস থেকে ময়লা পৃথকীকরণ সম্পর্কে পড়াশোনার পাশাপাশি শ্রেণীকক্ষে ধারণা প্রদানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের করনীয় দিক সম্পর্কে উদ্বুদ্ধ করতে পারে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |