মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ: বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৬ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান। উদ্ধার জেলে হেলাল উদ্দিন (২৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।

নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। আজ সকালে সমুদ্র সৈকতে লাশটি ভেসে আসে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত । আজ রবিবার ভোর ৬টা দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

টেকনাফ শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম জানান , টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের লাশটি ভোরে পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছে ।

 

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |