বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

চট্টগ্রামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম প্রতিদিন অনলাইন পোর্টালে ১৭ ডিসেম্বর “চট্টগ্রামে খাস জমি বন্দোবস্তের ফাঁদ” শিরোনামে প্রকাশিত  সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মী মনির হোসেন। প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এফ রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকারকর্মী মো: মনির হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রকাশিত মাদকের সংবাদ প্রচারের কারণে চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী বিভিন্নভাবে আমার ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে ব্যানার পোস্টারিং ও ফেসবুকে লেখালেখি চালিয়ে যাচ্ছে। এমনকি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম প্রতিদিনে আমাকে জড়িয়ে গত বুধবার (১৭ ডিসেম্বর-২০২৪) তারিখে “চট্টগ্রামে খাস জমি বন্দোবস্ত্রের ফাঁদ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খবরে আমার যে সম্পৃক্ততা দেখানো হয়েছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত, ভিত্তিহীন, অবাস্তব ও কল্পনা প্রসূত। আরো উল্লেখ্য থাকে যে, তাদের অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন সময় খানায় জিডি এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দেয়া হয়।

আমি মনে করি, আমাকে সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে এবং আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিয় এমন কারো দ্বারা প্ররোচিত হযে এ ধরণের একটা সংবাদ পরিবেশনের অপপ্রয়াস চালানো হয়েছে। চট্টগ্রাম স্থানীয় অনলাইন মিডিয়ায় কোন রকম যাচাই-বাছাই ও সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা ব্যতিরেকে এমন একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ- অভ্যন্ত দুঃখজনক। এ ধরণের সংবাদ প্রকাশের পূর্বে আমার সামাজিক অবস্থান সম্পর্কে ভালভাবে খোঁজ নেয়া উচিৎ ছিল। এ ধরণের একটি অনৈতিক, অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মত একটি মহৎ পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে আমি মনে করি। আমি আপনাদের প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাদের প্রকাশিত এ সংবাদের ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, আপনার পত্রিকার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |