বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

নবীনগরে কেন্দ্রীয় কৃষকদল নেতার স্ত্রীর মৃত্যু, মির্জা ফখরুলের শোক

নবীনগরে কেন্দ্রীয় কৃষকদল নেতার স্ত্রীর মৃত্যু, মির্জা ফখরুলের শোক

মোঃ হোসাইন ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপ-কমিটির যুগ্ন আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের কৃতি সন্তান কে এম মামুনুর অর রশিদের সহধর্মিণী মোছা: নাছিমা বেগম বুধবার ভোর ৪ টায় ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মরহুমার নামাজে জানাযা আজ বাদ আছর সাহারপাড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুনুর অর রশিদের স্ত্রী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বুধবার) সকালে দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাড: মোঃ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত ওই শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নাছিমা বেগম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তাই মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক শোকবার্তায় জাতীয়তাবাদী কৃষকদল- কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদের সহধর্মিণী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমা নাছিমা বেগম-কে, একজন পরহেজগার নারী হিসেবে উল্লেখ করে তার হুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |