মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
মো:ইকরামুল হাসান, দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা:তাসলিমা আক্তার জানান, সোমবার ০৬ জানুয়ারি সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভাঙ্গা ও আলমারিতে থাকা ২টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১টি প্রজেক্টর, ১টিওয়াইফাই রাউটার, ২মাল্টিপ্লাগ, ১টি স্পিকার, ২টি মাউস, ১টি কিবোর্ড, ১টি বায়োমেট্রিক হাজিরা, ১৫টি,বড় স্টিলের গামলা, ৭০টি মেলামাইনপ্লেট, ১টি গ্লাস সেট, ২টি কাঁচের জগ,১২টি নাস্তার প্লেট, ২ সেট কাপ প্লিজ,৪টি স্টিলের চামচ, যাহার মূল্য অনুমান ৩,৫০,০০০ টাকার মালামাল চুরি করিয়া নিয়ে যায়। এ ঘটনার পরপরই আমি থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ ঘটনা সম্পর্কে উপজেলা প্রশাসনকে জানানো হলে ভিজিট করতে আসেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার তানবির হাসান।
এদিকে স্থানীয়রা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান এলাকাবাসী এবং এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে সে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান।