মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

আরব আমিরাতে বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

আরব আমিরাতে বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর): মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক বাংলাদেশী ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে ওই দেশের আলআইন শহরের জিনেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে আজাদ ৩১ ডিসেম্বর আলআইনে নিজ বাসায় স্ট্রোক করেন। আজাদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল মালেকের ছেলে।

আবুল কালাম আজাদের ছোট ভাই জামায়াত নেতা ডা. মো. ইউছুফ জানান, তার বড় ভাই দীর্ঘ ২৫ বছর থেকে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে আবুদাবির আলআইন শহরে চাকুরী করে আসছেন। হঠাৎ গত ৩১ ডিসেম্বর তিনি স্ট্রোক করলে তাকে আলআইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ওই শহরের জিনেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার পরিবারে স্ত্রী ও ৪মেয়ে রয়েছে। আজাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তার পরিবার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |