মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

কিশোর গ্যাংএর ছুরিকাঘাতে মোটর মেকানিক খুন

কিশোর গ্যাংএর ছুরিকাঘাতে মোটর মেকানিক খুন

বিশেষ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে সুশীল রাজবংশী (৩৯) নামের এক মোটর মেকানিক খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ৪ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক কিশোর গ্যাং সদস্য গনেশ রাজবংশীকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. জশীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুশীল রাজবংশী (৩৯) সাভার পৌর এলাকার মধ্যপাড়া (জেলেপাড়া) মহল্লার রঞ্জিত রাজবংশীর ছেলে। অন্যদিকে, গ্রেপ্তার গণেশ রাজবংশী (২০) একই মহল্লার সুশীল রাজবংশীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে সাভার পৌর এলাকার মধ্যপাড়া (জেলেপাড়া) মহল্লায় সুশীল রাজবংশী একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। তখন এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী নেশাগ্রস্ত অবস্থায় একটি ছুরি নিয়ে ঘোরাফেরা করছিলেন। এ বিষয়ে নিহত সুশীল রাজবংশী গণেশ রাজবংশীকে শাসন করায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কিশোর গ্যাং সদস্য গনেশ সুশীলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। তখন স্থানীয়রা গুরুতর অবস্থায় সুশীলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. জশীম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গনেশকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে গণেশকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |