বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
জাকির মড়ল : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ০৭নং ওয়ার্ড বেলদিয়া ইজ্জতপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন(৩৫) কে সুন্দর জীবন উপহার দেবে? ১১মাস ধরে অসুস্থ তিন সন্তানের মা আনোয়ারা খাতুন স্বামী একজন অটোচালক স্ত্রী ডায়বেটিস থেকে পায়ে পচন ধরে বাম পায়ের অবস্থা আশংকাজনক। ভিটে মাটি সহ বিক্রি করে ২/৩ লাখ টাকা খরচ করে দরিদ্র স্বামীর এখন আর স্ত্রীর চিকিৎসা করাতে পারছেনা!সবুজ মিয়া জানিয়েছেন, তার স্ত্রী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরো লাখ টাকার প্রয়োজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,টিনশেট ঘরের মধ্যে দুই মেয়ে ও ৫ বছর বয়সী ছোট একছেলেকে নিয়ে খুবই হতাশা আর চোঁখের জ্বলে অনেক কষ্টে দিন কাটছে তাদের।ডাক্তার জানিয়েছেন অল্প সময়ের মধ্যে চিকিৎসা সম্পন্ন না করতে পারলে বাম পা কাটতে হবে? স্বাভাবিক জীবনে ফিরতে মায়ের আর্তনাদ দেশ -বিদেশের সকলের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন তিনি।আপনার সাহায্যের টাকায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে এক মায়ের জীবন।