বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে টানা দুই ম্যাচ জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে।

আগামী ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।

বুধবার শ্রীলংকার রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় লাভ করে লাল সবুজের দল। দলের জয়ে হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম।

খেলার দ্বিতীয়ার্ধেই তিনি তিনটি গোল করেন। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দু’টি গোল করেন। দু’টি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচেও ৫ মিনিটের মধ্যে লিড নিয়েছিল বাংলাদেশ। আজ সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন। ৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |