শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

আফ্রিদিকে নিষিদ্ধ করল পাকিস্তান

আফ্রিদিকে নিষিদ্ধ করল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেটে আরও একবার দুর্নীতির কালো ছায়া। এবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়া সত্ত্বেও তা বোর্ডকে না জানানোয় মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিষেধাজ্ঞা দিল দেশের উঠতি স্পিনার আসিফ আফ্রিদিকে।

যতদিন আফ্রিদির বিরুদ্ধে চলতে থাকা অভিযোগের সমাধান হচ্ছে না, ততদিন কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি।

যদিও ঠিক কী অপরাধ করেছেন আফ্রিদি, তা জানায়নি পিসিবি। তবে বোর্ডের একটি সূত্রের দাবি, আসিফ এমন অপরাধ করেছেন যা ক্রিকেট খেলাকে কলুষিত করতে পারে। জানা যায়, ঘরোয়া ক্রিকেটের কোনো একটি ম্যাচে গড়াপেটা করার প্রস্তাব পেয়েছিলেন আফ্রিদি। কিন্তু বোর্ডকে সে কথা জানাননি।

এর আগে বছরের শুরুতে পাকিস্তান দলে প্রথমবার ডাক পান আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে অবশ্য প্রথম একাদশে জায়গা পাননি। তবে পাকিস্তান সুপার লিগে ভালো খেলেন। মুলতান সুলতানস-এর হয়ে পাঁচ ম্যাচে আটটি উইকেট নেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |