শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপের টিকিট পেলেই মিলবে যেসব সুবিধা

কাতার বিশ্বকাপের টিকিট পেলেই মিলবে যেসব সুবিধা

কাতারে ফিফা বিশ্বকাপ নিয়ে চলমান উৎসব আমেজের মধ্যে নতুন আনন্দের খবর দিলো কাতার সরকার। বিশ্বকাপের টিকিট পাওয়া বা হায়া কার্ডধারী দর্শকরা নিজেদের পছন্দের তিনজনকে কাতারে নিয়ে আসতে পারবেন। এ ছাড়া কাতারের প্রতিবেশী আরও চারটি দেশে ফ্রি প্রবেশের ভিসা পাবেন তারা।

কাতারে ফিফা বিশ্বকাপে আরও বাড়তি আনন্দের মাত্রা দিতেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারের বিশ্বকাপের টিকিট পাওয়া ব্যক্তিরা টিকিট পায়নি এমন তিনজনকে কাতারে নিয়ে আসার সুযোগ পাবেন। তবে সেই ব্যক্তিরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না। খেলা দেখা ছাড়া ফিফার অন্যান্য আনন্দ উৎসবে অংশ নিতে পারবেন তারা। এ ছাড়া তারা সৌদি আরব, দুবাই, জর্ডান ও ওমানের ফ্রি অ্যান্ট্রি ভিসা পাবেন বলেও ঘোষণা দিয়েছে সরকার।

কাতারের ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটির মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইয়াসির আল-জামাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এমন খবরে প্রবাসী বাংলাদেশিরা আনন্দ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |