সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিবিসি জানায়, আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

উল্লেখ্য, আলজেরিয়ায় গত বছর দাবানলে ৯০ জন মারা যান।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |