বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ইয়েমেনের আবিয়ান প্রদেশে আল-কায়েদার সাথে তুমুল সংঘাতে জড়িয়েছে স্থানীয় বিদ্রোহী দল এসটিসি। তাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন। খবর আল জাজিরার।
সামরিক মুখপাত্রের বিবৃতি অনুসারে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রাদেশিক তল্লাশি চৌকিগুলোয় হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্যরা। তাদের সাথে ছিল রকেট-প্রপেলড গ্রেনেড, ভারি অস্ত্র ও সমরযান। মুহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। সংঘাতে এসটিসি এর ২০ সদস্য নিহত হয়েছে।
পাল্টা অভিযানে প্রাণ গেছে আল-কায়েদার ছয় সদস্যেরও। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে প্রভাব বিস্তার করছে সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট বিদ্রোহী দল এসটিসি।
জাতিসংঘের মধ্যস্থতায় গেলো এপ্রিল থেকে ইয়েমেনে কার্যকর অস্ত্রবিরতি। কিন্তু প্রতিনিয়ত হচ্ছে ছোটখাটো সহিংসতা।