Noman Group Advertisement

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ০৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতাল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের মামলায় বৃহস্পতিবার রাতে শিবচর থেকে গ্রেফতার করা হয়েছে ওই মালিককে।

গ্রেফতার হওয়া আপেল মাহমুদকে (৪০) শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার বাসিন্দা। শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক তিনি। আপেলের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পু‌লিশ বলছে, ভুক্তভোগী নার্স দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে কাজ করে আসছেন। এ সময়ে জোরপূর্বক ওই নার্সকে ধর্ষণ করে আপেল। বিষয়টি জানালে ভুক্তভোগীর পরিবার আপেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করে।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘ধর্ষণ মামলার আসামি আপেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।’

Advertisement

Link copied!
Advertisement