Noman Group Advertisement

বেলাবোতে ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা, গাড়ি ভাংচুর

এস এম রবিউল হক , বেলাবো (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৫, ০৫:২৯ পিএম

নরসিংদীর বেলাবোতে ডিবি পুলিশের উপর হামলার ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার ছেলে সিনতাজ মোহাম্মদ  সালমান সহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।

এসময় ডিবি পুলিশের  বহনকারী একটি কালো রংয়ের হায়েস মাইক্রোবাস ভাংচুর করেন অভিযুক্ত আসামীরা। ডিবি পুলিশের দাবী, তারা মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে গিয়ে মাদক কারবারীদের হামলার শিকার হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। এ সময় ঘটনাস্থলের চারপাশে আতঙ্ক দেখা দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে ডিবি পুলিশের একটি টিম বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর এলাকায় যায়, পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাক, চিৎকার করে এজাহার নামিয় ১০ জন সহ অজ্ঞাত  ৪০-৫০ জন লাঠি সোটা, লোহার রড ও দেশিয় অস্ত্র দিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়। 

এসময় কালো রঙ্গের একটি হাইসগাড়ি (ঢাকা মেট্রো-চ১৫-৪৯১২)ভাংচুর করে এবং গাড়ির ড্রাইবার তোফায়ের হোসেন, মামলার বাদি আব্দুস সালামসহ সঙ্গীয় ফোর্সরা আহত হয়। আহতদের বেলাবো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের এসআই আব্দুস সালাম সহ একটি টিম বিন্নাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করেন ও পুলিশ কে মারধর করে। খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।

 উক্ত ঘটনায় ১০ জন সহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে ডিবি পুলিশের এসআই আব্দুস সালাম বেলাবো থানায় মামলা দায়ের করেন। 

Link copied!