তোকে ভিপি নুরেরমত করব, সাংবাদিককে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৫ পিএম

হুমকি দাতা

সাংবাদিক মোঃ বশির হোসেনকে হাত,পায়ের রগ কেটে প্রাণনাশের হুমকি দিয়েছে মাহাদু নবী সুমন নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। সাংবাদিক বশির আহমেদ দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুমন মোবাইল ফোনে ওই সাংবাদিককে এই হুমকী দেন। এ সংক্রান্ত ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অপর প্রান্ত থেকে সুমন নামের ওই ছাত্রদল নেতাকে বলতে শোনা যায় যেভাবে নুরুল হক নুরকে মেরেছি সেভাবে তোরে মেরে পাগল বানিয়ে ফেলব। তোর হাত,পায়ের রগ কেটে দিমু,তোরে যে কি মাইর দিমু বুঝবি আমি কে। ভুক্তভোগি ওই সাংবাদিক জানান,আমি পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করি। হুমকী দাতা ওই ছাত্রদল নেতার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। তার পিতার নাম আব্দুল খালেক হাওলাদার,মাতার নাম আমেনা বেগম। সে বরিশাল জেলা ছত্রদলের যুগ্ন সম্পাদক। ভুক্তভোগি সাংবাদিকের বাড়িও একই ইউনিয়নে হওয়ায় তার পিতার কাছ থেকে সে কিছু জমি ক্রয় করে বাড়ি করার কাজ শুরু করেন। কিন্তু ঢাকায় বসবাসের কারণে নিয়মিত বাড়িতে যেতে না পারার সুযোগে অসত উদ্দেশ্যে বাবার বিক্রিত জমি সে রেকর্ড করিয়ে নিজের দাবি করেন। এরপর গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ০১৮৭৮২৫৩৯২৭ নাম্বার থেকে কল করে জমি খেতে হলে তাকে এক লক্ষ টাকা দিতে হবে বলে জানান। ভুক্তভোগি সাংবাদিক এর প্রতিবাদ করলে এক পর্যায়ে তার মা,স্ত্রী এবং মেয়েকে নিয়ে অশালিন ভাষায় বকাঝকা করতে থাকেন এবং তাকে ভিপি নুরুল হক নুরকে যেভাবে মেরে মাথা পাগল বানিয়েছে তার চেয়েও কঠিনভাবে হাত,পায়ের রগ কেটে হত্যার হুমকী প্রদান করেন। এছাড়াও তার স্ত্রী এবং নাবালক কন্যা সন্তাকে ধর্ষণ করার হুমকী দেন। এতে সাংবাদিক ওই পরিবার এবং গ্রামে বসবাসরত তার স্বজনরা আতংকিত অবস্থায় রয়েছেন। এ ব্যপারে ভুক্তভোগি সাংবাদিক মোহাম্মদপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

Link copied!