কাবুল ও পাকতিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান। এ নিয়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ হামলার জেরে পাকিস্তানকে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। খবর টোলো নিউজের।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে। এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটির মন্ত্রণালয়। সেইসঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য সম্ভাব্য পরিণতির সতর্ক করা হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওরাজমি বলেছেন, এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন, সহিংস এবং ঘৃণ্য কাজ। আমরা আফগানিস্তানের ভূখণ্ডের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অধিকার।
এ ছাড়া ভারতে সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও এই হামলা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি পাকিস্তানকে আফগানদের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার জন্য সতর্ক করেছেন।
তিনি বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আফগানিস্তানকে পাকিস্তানের দায়ী করা উচিৎ নয়।
মুক্তাকি বলেন, আমরা পাকিস্তানের কর্মকাণ্ডকে একটি বড় ভুল বলে মনে করি। বল প্রয়োগের মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা যায় না। ইতিহাস দেখিয়েছে যে আফগানিস্তানে চাপ এবং সহিংসতা কখনও সফল হয় না।
কড়া সুরে তিনি আরও বলেছেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, যদি নিতে চান তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞেস করেন যে আফগানিস্তানের সঙ্গে তাদের খেলা কিভাবে শেষ হয়েছে।
আপনার মতামত লিখুন :