ট্রাম্পের সবুজ সংকেত, গাজায় টহল দিচ্ছে হামাসের বন্দুকধারীরা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৩:০৬ এএম

শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস ধীরে ধীরে গাজার রাস্তায় তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুলিশিং পরিচালনার জন্য হামাসকে সাময়িকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

হামাস অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেকে একটি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে - এমন প্রতিবেদন সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'তারা (হামাস) সমস্যাগুলো বন্ধ করতে চায়। তারা এ বিষয়ে খোলামেলাভাবে কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি।'

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, তাদের দল নিরাপত্তা শূন্যতা হতে দেবে না এবং জনসাধারণের নিরাপত্তা ও সম্পত্তির পাহারা দেবে।

এর আগে, হামাস তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে তারা বলেছে, ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত থাকবে।

Link copied!