বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়। সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার গড় বায়ুমান (AQI) ছিল ১৭০, যা 'অস্বাস্থ্যকর' হিসাবে চিহ্নিত।
বায়ুদূষণের দিক থেকে আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার গড় বায়ুমান ১৯৪। ঢাকার পরই রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
আইকিউএয়ার প্রতিদিন বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে একটি তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা সাধারণ মানুষকে সচেতন করতে সহায়তা করে। এই সূচক বাতাস কতটা দূষিত বা নির্মল তা নির্দেশ করে।
গতকাল রোববার যেমন বৃষ্টি ছিল না, আজও আকাশ পরিষ্কার। বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকায় বৃষ্টি ছাড়া দূষণ কমানোর কার্যকর কোনো উপায় নেই। সরকারি নানা উদ্যোগ থাকলেও, তা খুব একটা কাজে আসছে না। বৃষ্টি হলে দূষণের মাত্রা কিছুটা কমে, তবে কয়েক দিনের ব্যবধানে আবার বাড়ে।
বছরের বাকি সময়ের তুলনায় জুলাই মাসে বায়ুদূষণ তুলনামূলকভাবে কম থাকে। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসেও একাধিক দিন ঢাকার দূষণ মাত্রা বিশ্বে শীর্ষে পৌঁছে গিয়েছিল। সাধারণত অক্টোবর থেকে দূষণের পরিমাণ বাড়তে থাকে। এ মাসের শুরু থেকেই ঢাকার অবস্থান বিশ্বের দূষিত নগরীগুলোর মধ্যে অন্যতম।
নগরীর মধ্যে সবচেয়ে বেশি দূষণ লক্ষ্য করা গেছে কল্যাণপুর, বেচারাম দেউড়ি ও মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায়। এই এলাকাগুলোর AQI ছিল যথাক্রমে ১৯৬, ১৭৮ ও ১৭৫।
বাতাসের এই অস্বাস্থ্যকর মান বিবেচনায় আজ নগরবাসীর জন্য কিছু নির্দেশনা দিয়েছে আইকিউএয়ার। সংস্থাটি জানিয়েছে, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। জানালা-দরজা বন্ধ রাখা এবং বাইরের ব্যায়াম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :