রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০২:২০ পিএম

ঢাকার বিমানবন্দর এলাকার জসীমউদ্দীন মোড়ে দায়িত্ব পালনকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন নারী পুলিশ কনস্টেবল আমিনা আক্তার মিশু। দুর্ঘটনায় তাঁর একটি হাত ভেঙে যায়।

আহত আমিনা বিমানবন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জসীমউদ্‌দীন মোড়ের পশ্চিম পাশের সিগন্যালে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাইদা পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চালিয়ে বাঁ পাশ দিয়ে অন্যান্য যানবাহন অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বাসটি দায়িত্বরত কনস্টেবল আমিনাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং তাঁর হাত ভেঙে যায়।

পাশে থাকা পুলিশের টহল দল দ্রুত তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করে।

ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশ বাসচালক ইউসুফ মিয়াকে (২৫) আটক করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোশাররফ সরদারের ছেলে। বাসটি জব্দ করে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেকের জিম্মায় নেওয়া হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এভাবে আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত চলছে এবং দায়ী চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!