বকেয়া বেতনসহ ১০ দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ০৪:১২ পিএম

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবি পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। প্রতি মাসের বেতন নির্ধারিত সময়ে প্রদান, ওভারটাইমের হার পূর্বের মতো ৬৮ শতাংশে বহাল রাখা, হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন বিল বাড়ানো এবং অবসরোত্তর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে জীবনযাপন ক্রমেই কষ্টকর হয়ে উঠেছে। শ্রমিকরা বলেন, প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি তাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হয়, তবে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ তারিখে দেওয়া হবে।

Advertisement

Link copied!