সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের আয়োজনে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প/অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের প্রতিনিধি, স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে আতঙ্কিত না হয়ে কি করতে হবে তার সচেতনতামূলক বাস্তব মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। সভায় প্রধান অতিথি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও আগাম পূর্বাভাস ব্যবস্থার কারণে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানি অনেকাংশে কমে এসেছে।
তবে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ধরন ও তীব্রতা দিন দিন বাড়ছে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড কোনো পূর্বাভাস ছাড়াই জনজীবনে দুর্ভোগ ডেকে আনে। এ জন্য শুধু সরকার নয়, জনগণকেও সচেতন ও প্রশিক্ষিত হয়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
আপনার মতামত লিখুন :