সড়ক দূর্ঘটনায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের স্ত্রী নিহত

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৪:২১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ময়মনসিংহ নেত্রকোনা সড়কে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানের  স্ত্রী নার্গিস আক্তার নিহত হয়েছেন। তিনি সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ সময় টিপু সুলতান, তার মা ও প্রাইভেটকারের  ড্রাইভার গুরুতর আহত হয়। টিপু সুলতান মোহনগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

পরিবার সূত্রে জানাযায়, সোমবার  (১৩ অক্টোবর)  মায়ের নিয়মিত চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে বেলা ২টার দিকে প্রাইভেটকারে মোহনগঞ্জের উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে নেত্রকোনা - ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গৌরিপুর উপজেলার গাছতলা নামক স্থানে তার বহনকারি প্রাইভেট কারটি দূর্ঘটনার শিকার হয়। বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী কারটিকে ধাক্কা দিলে কারটি দুমড়ে মুচড়ে যায়।

এতে কারের সকল যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। সাথে সাথে আহতদের কে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় নার্গিস আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ তে প্রেরন করা হয়। আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় ৭:৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টিপু সুলতান ও তার মায়ের অবস্থা কিছুটা আংশকামুক্ত হলেও ড্রাইভারের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। 

Link copied!