ভালুকায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ১২:২১ এএম

ছবি- প্রতিদিনের কাগজ

আল আমিন, ভালুকা: ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে শেফার্ড গ্রুপ কারখানার শ্রমিকেরা এ অবরোধ ডাকেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। ফলে দূর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের।

এসময় শ্রমিকরা জানায়, বেতনের টাকা প্রতি মাসের ২০ তারিখে প্রদানের কথা থাকলেও যথাসময়ে বেতন না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতী দিয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে আন্দোলনের খবর পেয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ্,মোঃ সুজনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধের আশ্বাসের পাশাপাশি তাদের অন্যান্য যৌক্তিক দাবী মেনে নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। এতে যানচলাচল পুণরায় স্বাভাবিক হয়।

Advertisement

Link copied!