সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা তিনদফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। সোমবার সকালে কর্মবিরতির প্রথমদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় শিক্ষকরা ক্লাস না করে অফিস কক্ষে অবস্থান করছেন। শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত ১টি কলেজ, ৩৬টি মাধ্যমিক স্কুল, ২৩টি মাদ্রাসা ও ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একই অবস্থা বিরাজ করছে।
শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, শিক্ষকদের দাবী ন্যায্য এবং শিক্ষকদের উপর পুলিশের হামলার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আহবান জানান এবং হামলাকারী পুলিশের বিচার দাবী করেন। শিক্ষার্থীরা আরো বলেন আমরা ক্লাসের বাইরে থাকতে চাই না। ক্লাস না হওয়ার কারনে আমরা ক্ষতিগ্রস্থ হবো কিন্তু শিক্ষকরা পরিশ্রম করে আমাদের পাঠদান করান তাই তাদের ন্যায্য দাবী সরকারকে আগে দেখতে হবে।
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোটের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, আমাদের দাবীর বিপরীতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোট ঈশ^রগঞ্জ উপজেলার আহবায়ক ও ঈশ^রগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহ বলেন, বেসরকারী শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা যে দাবী করেছি তা অত্যন্ত নগন্য। আমরা আশা রাখি সরকার সেটা অনুভব করে দ্রুতই প্রজ্ঞাপন জারি করবেন। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
জানা যায়, ১২ অক্টোবর রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ চলাকালে সম্মানিত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবীতে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেন এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোট।
আপনার মতামত লিখুন :