এসআই সোহেল রানাকে ময়মনসিংহ পুলিশ সুপারের বিশেষ সম্মাননা

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০৩:১৩ পিএম

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অসামান্য অবদান রাখায় ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম ৩ নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানাকে তৃতীয়বারের মতো বিশেষভাবে সম্মানিত করেছেন। জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা মূল্যায়ন সভা বা বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

​জানা গেছে, এসআই মোঃ সোহেল রানা তাঁর দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মামলা তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রেখে চলছেন। তাঁর নেতৃত্বে এলাকায় মাদক কারবারি এবং অন্যান্য অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য এসেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টা জেলা পুলিশ প্রশাসনের নজরে আসে, যার ফলশ্রুতিতে তিনি এই ধারাবাহিক স্বীকৃতি অর্জন করলেন।

​পুলিশ সুপার কাজী আখতার উল আলম সম্মাননা প্রদানকালে বলেন, "কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে পুলিশ সদস্যরা জনআস্থা অর্জন করতে পারে। এসআই সোহেল রানা তার কাজে নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ তৈরি করেছেন। এই ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও অনুপ্রাণিত করবে।"

​এসআই সোহেল রানা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়া সম্ভব।

​তাঁর এই ধারাবাহিক সাফল্যে স্থানীয় এলাকাবাসী এবং সহকর্মীরাও প্রশংসা জানিয়েছেন। তাঁদের মতে, এসআই সোহেল রানার মতো নিবেদিতপ্রাণ পুলিশ সদস্যদের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।

Link copied!