ময়মনসিংহ হাসপাতাল এলাকায় হারিয়ে যাওয়া এক সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ও টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগের মধ্যে মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কিছু নগদ টাকা ও ব্যক্তিগত সামগ্রী ছিল।
সাংবাদিকের স্ত্রী শিলা খায়ের দ্রুত কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলামকে অবহিত করেন। ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একটি দল তদন্তে নামে। ৪ ঘন্টার মধ্যে অভিযানে হাসপাতাল এলাকা থেকে উদ্ধার করা হয় ব্যাগ ও টাকা। ব্যাগে থাকা সব জিনিস অক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাংবাদিক ও তাঁর পরিবার পুলিশের দ্রুত পদক্ষেপ ও সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :