রাকসু নির্বাচনে শিবিরের জয়জয়কার, ভিপি পদে শিবির জিএস পদে স্বতন্ত্র বিজয়ী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:৫৮ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

আজিজুল ইসলাম, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন-২০২৫ ভিপি পদে বিজয় হয়েছেন ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন ১২৬৮৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবির। তিনি ভোট পেয়েছেন  ৩৩৯৭টি। তাদের ভোট ব্যবধান-৯২৯০।

অপরদিকে জিএস পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সতন্ত্রপ্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি ভোট পেয়েছেন ১১৫৩৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবিরের ফজলে রাব্বি ফাহিম রেজা।তিনি ভোট পেয়েছেন ৫৭২৯টি। ভোট ব্যবধান ছিল ৫৮০৮।

অন্যদিকে এজিএস পদ বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের সালমান সাব্বির। তিনি ভোট পেয়েছেন ৬৯৭১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা। তিনি ভোট পেয়েছেন  ৫৯৪১টি। তাদের ভোট ব্যবধান ছিল ১০৩০। 

রাকসু নির্বাচনের ছাত্র সংসদের ২৩টি পদের ২০টিতেই বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন।নির্বাচনে মোট ২৮ হাজার ৯ শ’ ৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১ শ’ ৮৭ জন। ভোটগ্রহণে গড় উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৮৩ শতাংশ।

সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে সৈয়দ আমের আলী হলে, যেখানে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর পরেই রয়েছে শাহ মখদুম হলে ৭৭ দশমিক ৭১ শতাংশ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে সর্বনিম্ন ভোট পড়েছে রোকেয়া হলে, মাত্র ৫৯ দশমিক ৬০ শতাংশ। রহামাতুন্নেছা হলে ভোট পড়েছে ৬০ দশমিক ৭০ শতাংশ, আর বেগম খালেদা জিয়া হলে ৬১ দশমিক ৪৯ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটদানের হারকে প্রশাসন সন্তোষজনক বলে জানিয়েছে।

Link copied!