আবারো লালন সাঁইয়ের গানে নতুন করে আলোচনায় মিতু

বিনোদন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পিএম

কানিজ খন্দকার মিতু। ছবি- প্রতিদিনের কাগজ

২০২২ সালে 'কোক স্টুডিও বাংলা'র প্রথম সিজনে বাউল সাধক লালন সাঁইজির বিখ্যাত "সব লোকে কয় লালন কি জাত সংসারে" গানটি গেয়ে শ্রোতাদের মন কাড়েন কানিজ খন্দকার মিতু। গানটি তখন জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পেয়ে যায়। গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে এপর্যন্ত প্রায় ৩২ মিলিয়ন বার দেখা হয়েছে।

এবছর লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে, কুষ্টিয়ায় অনুষ্ঠিত লালন স্বরণোৎসব উপলক্ষে সেই বিখ্যাত গানটি ফেসবুকের অনেক ব্লগার ও বিভিন্ন পেজ থেকে আপলোড করা হয় এবং গানটি শ্রোতামহলে আবার নতুন করে সাড়া জাগিয়ে তোলে।

যেমন "মাগুরা, বাংলাদেশ" পেইজে ১০ মিলিয়ন, "Beauty of Viand" পেইজে ৭ মিলিয়নবারসহ অসংখ্য ব্লগারের ফেসবুক পেইজে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং ভিউ সংখ্যা ক্রমেই বাড়ছে। শুধু এই গানটিই নয়, লোকসংগীতের জনপ্রিয় প্ল্যাটফর্ম 'বাংলা বাউল' সহ অন্যান্য অনেক প্ল্যাটফর্মে এবং দেশের প্রায় সকল টিভি চ্যানেলগুলোতে মিতুর কন্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যা দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

উল্লেখ্য, লোকসংগীতের এই প্রতিভাবান শিল্পী কানিজ খন্দকার মিতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হতে সংগীত বিষয়ে স্নাতক এবং লোকসংগীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে এমফিল ডিগ্রি সম্পন্ন করছেন। তিনি রাজধানীর উত্তরায় অবস্থিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের প্রভাষক এবং রাজউক উত্তরা মডেল কলেজের সংগীত শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মিতুর কন্ঠে গাওয়া লালন সাঁইজির গানটি দর্শক মহলে আবার নতুন করে যে সাড়া পেয়েছে, সে বিষয়ে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,"সত্যি বলতে এটা একটা অন্যরকম অনুভূতি। একজন শিল্পী তার শিল্পকর্মের মধ্যেই বেঁচে থাকে। শ্রোতাবৃন্দ আমার গাওয়া গানের প্রতি যে ভালবাসা দেখাচ্ছে, তাতে আমি কৃতজ্ঞ। অনেকে বিভিন্ন পেইজে আমাকে মেনশন দিয়ে অনেক কমেন্ট করছে, কেউ কেউ বলছে উনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, আমাকে সেখানে পরিচয় করিয়ে দিচ্ছে, আমাকে মেসেজে বাহবা দিচ্ছে অনেকে। অনেক ভাললাগা কাজ করছে। গানটা নিয়ে থাকতে চাই। পাশাপাশি লোকসংগীত নিয়ে গবেষণা করছি, বিশেষ করে অপ্রচলিত অনেক গান সবার মাঝে পরিচিত করে দেওয়ার লক্ষে কাজ করছি। সবার কাছে দোয়া চাই, যেন গান আর গবেষণা নিয়ে এগিয়ে যেতে পারি।

Link copied!