সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের পডকাস্টের দ্বাদশ পর্বে অতিথি হয়ে আসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সেখানেই নিজের দীর্ঘ অভিনয়জীবন ও দর্শন নিয়ে কথা বলেন তিনি।
জয়ার ভাষ্য, ‘নিজের কাছে নিজেই পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয়। তাহলেই সাফল্য আসে।’ তিনি বলেন, ‘অভিনয়ের প্রথম দিকে ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের সান্নিধ্য ও পরিশ্রমের ফলেই আজকের অবস্থানে আসা।’
অতীতকে বিশেষ গুরুত্ব দিয়ে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। পুরনো শুধু অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধ।’ তিনি জানান, তার বাসায় এখনও সংরক্ষিত রয়েছে প্রায় ২০০ বছর পুরনো একটি আলমারি। এমনকি যে খাটে তার জন্ম, সেটিও এখনো রয়ে গেছে বাড়িতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং নিয়েও কথা বলেন জয়া। বলেন, ‘কমেন্টবক্স বেশি দেখি না। কিন্তু যখন দেখি, খারাপ লাগে সেইসব মানুষের জন্য, যারা পৃথিবীতে বাজে মন্তব্য রেখে যান। তারা একদিন হয়তো চলে যাবেন, কিন্তু কথাগুলো থেকে যাবে। পাপ হবে তার, আমার কিছু হবে না।’
জয়া আহসান আরও জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে, যা শিগগিরই মুক্তি পাবে।
এ পডকাস্টটির প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে ১৮ অক্টোবর, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
আপনার মতামত লিখুন :