আলাল সজিব, ধামরাই: ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজার ব্রিজের উত্তর পাশে আমরাইল পশ্চিমপাড়া এলাকায়, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে স্থানীয় আওয়ামীলীগ নেতা দুলাল।
প্রতিটি চুল্লিতে প্রতি দফায় ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। ৮ থেকে ১০ দিন পোড়ানোর পর কয়লা হয়।
অবৈধভাবে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হচ্ছে। অথচ এ কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। এ ছাড়া আশপাশের এলাকার মানুষ কাশিসহ নানা সমস্যায় ভুগছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, যৌথভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছেন। কয়েক মাস ধরে এখানে গাছের গুঁড়ি দিয়ে কয়লা তৈরি হচ্ছে। কারখানায় রয়েছে পাঁচটি চুল্লি। তিন ফসলি জমিতে মাটি ভরাট করে এ কারখানা গড়ে তোলা হয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অবৈধ চুল্লির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয় ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি), মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন, আমার কাছে তথ্য ছিল না, আপনি তথ্য দিন আমি আমি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।
আপনার মতামত লিখুন :