লালমোহনে নীতিমালা বহির্ভূতভাবে চলছে ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভুল রিপোর্টের ঝুঁকি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

শাহিদুল তন্ময়, লালমোহন: ভোলার লালমোহনে দিন দিন বেড়ে চলেছে ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা। তবে উদ্বেগের বিষয় হলো, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারেই নেই কোনো অভিজ্ঞ বা প্রশিক্ষিত জনবল।

নেই যোগ্য নার্স, এক্স-রে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট কিংবা ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট ফলে বিভিন্ন পরীক্ষার রিপোর্টে আসছে ভুল। এতে রোগীরা ভুল চিকিৎসার শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই তা জীবনঘাতী ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, রোগ নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়াগনস্টিক রিপোর্ট। অথচ লালমোহনের অনেক সেন্টারেই শুধু ব্যবসার উদ্দেশ্যে অনুমতিহীনভাবে এসব কার্যক্রম চালানো হচ্ছে। জনস্বার্থে স্থানীয়রা প্রশাসনের প্রতি এসব প্রতিষ্ঠানের কার্যক্রম দ্রুত পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আমরা টিকাদান কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছি। খুব শিঘ্রই আমরা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করব। তালিকা অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দক্ষ ও যোগ্য জনবল আছে কিনা যাচাই বাছাই করব। যেসব ডায়াগনস্টিক সেন্টারে নীতিমালার বাইরে প্রশিক্ষিত জনবল না পাব, ওইসব ডায়াগনস্টিক সেন্টার সিলাগালা করে দিবো।

 

Link copied!