কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৩, আহত ৩২

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ১০:০১ এএম

ইউক্রনের রাজধানী কিয়েভে জোরদার হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। আর আহত অন্তত ৩২ জন।

রোববার (২৬ অক্টোবর) রাতভর হামলার টার্গেট হয় আবাসিক এলাকা। মিসাইলের আঘাত ও বিস্ফোরণে আগুন ধরে যায় দু'টি বহুতল ভবনে। সেখানেই হয় হতাহতের ঘটনা।

দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের আবাসিক এলাকা লক্ষ্য করে এটিই রাশিয়ার সবচেয়ে বড় অভিযান। শীত সামনে রেখে সম্প্রতি ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এক সপ্তাহেই আঘাত হেনেছে ১২শ' ড্রোন।

অপরদিকে, ইউক্রেনীয় ভূখণ্ডের ৫ ভাগের এক ভাগ এখন রাশিয়ার দখলে বলেও জানায় কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, আসছে শীতে জ্বালানি সংকট সৃষ্টিই এখন রাশিয়ার মূল লক্ষ্য। কারণ এ সময় ইউক্রেনে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। আর তাই নিজেদের ঘর উষ্ণ রাখতে ইউক্রেনীয়দের এ সময় দরকার অতিরিক্ত ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। যদিও গত বছরই এমন পরিকল্পনা করেছিল রাশিয়ার সেনাবাহিনী।

Link copied!