দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০২:৩৪ পিএম

এমএইস-৬৯আর সিহক হেলিকপ্টার

দক্ষিণ চীন সাগরে আলাদা ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিদ্ধস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে, নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর। ট্রাম্প পরপর এই দুই ঘটনাকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। 

জানা গেছে, মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এ দুই বিধ্বস্তের ঘটনা ঘটে। তারা তাদের নিয়মিত অভিযান পরিচালনা করছিল। নৌবাহিনী এই দুই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।  

এদিকে, সোমবার মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে এ বিষয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, পরপর দুটি দুর্ঘটনা 'অত্যন্ত অস্বাভাবিক'। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জ্বালানির সমস্যার কারণে এটা ঘটতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, আমরা এর কারণ খুঁজে বের করব। লুকোনোর কিছু নেই।

সামাজিক যোগযোগমাধ্যমে নৌবাহিনীর মিডিয়া সেল জানিয়েছে, স্থানীয় সময় দুপুর তিনটার দিকে একটি এমএইস-৬৯আর সিহক হেলিকপ্টার নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল তিনজন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

প্রায় ৩০ মিনিট পর, আরকেটি নিয়মিত অভিযান পরিচালনা করার সময় একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। তাদেরও নিরাপদে উদ্ধার করা হয়।

দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ। এই অঞ্চলকে গ্লোবাল সংঘাতের সম্ভাব্য সংবেদনশীল জলসীমা হিসেবে দেখা হয় এখানে মালবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী উপস্থিত থাকে। নিয়মিত অভিযানের সঙ্গে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

Link copied!