যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের অব্যাহত হামলা নিয়ে যা বললেন রুবিও

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০৫:৩৬ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল অব্যাহতভাবে হামলা চালিয়ে গেলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) গাজা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ধারাবাহিকতায় গত শনিবার (২৫ অক্টোবর) গাজায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন। ইসরাইলেরৈ দাবি, ওই ব্যক্তি ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। তবে ইসরাইলের এই দাবি নাকচ করে দেয় ইসলামিক জিহাদ।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এশিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে রুবিও বলেন, গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরাইলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি। তার কথায়, ‘আমরা এটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করি না।’

নিজের কথার পক্ষে যুক্তি দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিয়ে বলেন, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরাইল আত্মরক্ষার অধিকার ত্যাগ করেনি। এই চুক্তির মাধ্যমেই গাজার প্রধান সশস্ত্র সংগঠন হামাস চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দেয়।

রুবিও বলেন, যদি ইসরায়েলের ওপর হামলার আসন্ন কোনও হুমকি থাকে, তাহলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে। আর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী সব পক্ষ এই বিষয়ে একমত হয়েছেন।

তিনি বলেন, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তা উভয় পক্ষের দায়বদ্ধতার ওপর ভিত্তি করেই করা হয়েছে। রুবিও বলেন, হামাসের উচিত দ্রুত সেই জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়া, যারা বন্দিদশায় মারা গেছেন।

গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালায়। সেই থেকে প্রায় প্রতিদিনই হামলা চলছে। এতে আগের মতোই ঘটছে হতাহতের ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

Link copied!