রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার সিরিয়ার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০১:০৩ পিএম

মস্কোতে অনুষ্ঠিত সিরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে সিরিয়ান কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন রুশ ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় দুই দেশের সামরিক কর্মকতার মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এর আগে, অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ মস্কো সফর আসেন। সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে।

এ সময় দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত হওয়া সব চুক্তিকে সম্মান করার প্রতিশ্রুতি দেনও তিনি। যা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটিতে হস্তক্ষেপ না করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

Link copied!