বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের গোয়াল থেকে গর্ভবতী গাভী চুরির পর জবাই করে মাংস লুটের অভিযোগ উঠেছে। জবাই করা গাভীটি গর্ভবতী ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। এসময় গাভীর মাংস ও মাথা লুট করে দুর্বৃত্তরা চামড়া-ভুঁড়ি মাঠেই ফেলে গেছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানির পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গাভীর মালিক আবুল কালাম তালুকদার বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গাভীটি গোয়াল ঘরে বেঁধে রেখে আমি ঘুমাতে যায়। পরে শুক্রবার সকালে উঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা গাভিটি নিয়ে গেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসীর কাছে জানতে পারি আমার বাড়ির থেকে কিছুটা দূরে খোলা মাঠে একটি গরুর ভুঁড়িসহ চামড়া পড়ে আছে। গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিল।
শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, দক্ষিণ রাজাপুর গ্রামে গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :