বকশীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সকাল থেকে উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। শিক্ষকরা ক্লাস বর্জন করায় শিশু শিক্ষার্থীদের খেলাধুলা আর হৈ হুল্লোড় করেই বাড়ি ফিরতে হয়েছে। ক্লাস না নিয়ে শিক্ষকদের বসে সময় কাটাতে দেখা গেছে। ক্লাস বর্জন করায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, তারা ক্লাসে এসেছে কিন্তু শিক্ষকরা ক্লাস নেননি। এই অবস্থা চলতে থাকলে তাদের পড়াশুনার ক্ষতি হবে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকার তাদের দাবিগুলো মেনে নিলেই তারা ক্লাসে ফিরবেন।

Advertisement

Link copied!