দিদারুল হৃদয়, গুইমার: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় নাশকতার প্রস্তুতিকালে রাজনৈতিক মামলার এজাহারনামীয় এক আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর ২০২৫ খ্রি.) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে, গুইমারা থানার এসআই (নিরস্ত্র) শিবব্রত দাস-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
অভিযান চলাকালে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজার এলাকা থেকে এজাহারনামীয় আসামি আব্দুল কাদের (৪৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাদেরের পিতা মৃত মো. হোসেন ও মাতা তাহেরা ফেরদৌসি। তিনি মাহবুব নগর, পাতাছড়া, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তিনি নাশকতার চেষ্টা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি গুইমারা থানার মামলা নং-০১, তারিখ: ০৩/১০/২০২৪ খ্রিষ্টাব্দের এজাহারনামীয় আসামি। মামলাটি দায়ের করা হয়েছিল দণ্ডবিধির ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪ ধারা এবং Explosive Substance Act 1908-এর ৩/৪ ধারায়।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে বেলা ১টা ২০ মিনিটে থানায় আনা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদের পূর্বে ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, "গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আপনার মতামত লিখুন :