বান্দরবানের বালাঘাটা এলাকায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি সোনা চুরির রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারের কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে এবং মূল আসামি পুলিশের ভয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন।
পুলিশ জানায়, গত ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে বান্দরবান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মাছবাজারের পেছনে প্রবাসী আবু সায়েম মুরাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় আলমারি ভেঙে প্রায় ২৭ ভরি ৮ আনা স্বর্ণালংকার চুরি করা হয়।
চুরির পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার-এর সার্বিক নির্দেশনায়, একাধিক আভিযানিক দল মাঠে নামে।
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্তে চুরির মূল সূত্র মেলে। পরে অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিস, যিনি বাড়ির পাশের প্রতিবেশী, পুলিশের খোঁজাখুঁজির খবর পেয়ে আতঙ্কিত হয়ে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজেই বাড়ির মালিকের দরজায় হাজির হন।
ইদ্রিস তখন বলেন, "ভুল করেছি ভাই, আর করব না।"
এর আগে দুপুরে তিনি বাড়ির সামনে ৪ ভরি সোনা ও একটি চিরকুট রেখে যান। চিরকুটে লেখা ছিল, "ভুল করেছি, ক্ষমা করবেন।"
পরে তিনি নিজেই মালিকের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ পর্যন্ত পুলিশ ১১ ভরি ১ আনা ৫ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে চুড়ি, চেইন, হার, আংটি, দুল, লকেটসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার। বাকি সোনা উদ্ধারে অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
আপনার মতামত লিখুন :